নিজস্ব প্রতিনিধি – ভারতে কয়েক মাস ধরে অপরিশোধিত তেলের পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়েই চলছে। এর ফলাফল হিসেবে দেখা দিয়েছে ব্যাপক মূল্যস্ফীতি। খুচরা বিক্রয়মূল্য সূচকের (ডব্লিউপিআই) ভিত্তিতে গত মে মাসে ভারতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ, যা দেশটিতে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া এটি টানা পঞ্চম মাস ডব্লিউপিআই সূচকে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড ভাঙল ভারত। এর আগে গত এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। মে মাসে সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, ভারতে অপরিশোধিত তেল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি ‘লো বেজ ইফেক্ট’র প্রভাবে চলতি বছরের মে মাসে ডব্লিউপিআই মূল্যস্ফীতি মাথায় উঠেছে। গত বছর একই মাসে দেশটিতে এ ধরনের মূল্যস্ফীতি ছিল মাইনাস ৩ দশমিক ৩৭ শতাংশ। এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলছে, মূলত ‘লো বেস ইফেক্ট’ এবং অপরিশোধিত পেট্রোলিয়াম, খনিজ তেল অর্থাৎ পেট্রল, ডিজেল, ন্যাপথা ও ফার্নেস অয়েলের পাশাপাশি অন্যান্য উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধির কারণে গত বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের মে মাসে মূল্যস্ফীতি এতটা বেড়েছে। ভারতে গত এপ্রিলে উৎপাদিত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশ, মে মাসে তা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৮ শতাংশে। এপ্রিলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে মূল্যস্ফীতি ছিল ২০ দশমিক ৯৪ শতাংশ, মে মাসে তা একলাফে পৌঁছায় ৩৭ দশমিক ৬ শতাংশে। অবশ্য একই সময়ে খাদ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৩১ শতাংশ হয়েছে। তবে পেঁয়াজের দাম বেড়েছে ব্যাপক হারে।

Loading