নিজস্ব প্রতিনিধি – সব কিছু ঠিকঠাক থাকলে সিআরএসের ছাড়পত্র মিলতেই ডিসেম্বরেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে মেট্রো। প্রাথমিকভাবে এমনটাই পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। বর্তমানে মেট্রো চলছে ইস্ট-ওয়েস্টের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত। ইস্ট-ওয়েস্ট প্রকল্পের অন্যতম বড় স্টেশন হতে চলেছে শিয়ালদা। ৩০টি টিকিট কাউন্টার থাকব সেখানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাস দু’য়েক ট্রায়ালের পর চূড়ান্ত পরিষেবা চালুর ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষের তরফে অনুমতি চাওয়া হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে। ট্রায়াল রানের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইনস্টলের কাজ। এছাড়াও বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হয়েছে থার্ড লাইনে। ট্রায়াল রান শুরু হচ্ছে আজ অর্থাৎ শনিবার থেকেই।

Loading