নিজস্ব প্রতিনিধি – ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য আগামী রবিবার মিলবে মেট্রো পরিষেবা। পরীক্ষার্থী এবং অভিভাবকরা অ্যাডমিট কার্ড দেখিয়ে স্টেশনে ঢুকতে পারবেন। স্মার্ট কার্ড ব্যবহার করে তাঁদের যাতায়াত করতে হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট (রবিবার) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সেদিন কলকাতা মেট্রো চালাবে। সকাল ১০ টা থেকে অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীরা মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন। স্মার্ট কার্ড ব্যবহার করে তাঁদের যাতায়াত করতে হবে। সেইসঙ্গে অভিভাবকরাও মেট্রোয় উঠতে পারবেন।

Loading