নিজস্ব প্রতিনিধি – টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: লটারির মাধ্যমে দর্শক বাছাই! ইংল্যান্ডে আগামী ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। আগেই জানানো হয়েছিল, ওই ম্যাচে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতি থাকবে। এই পদ্ধতিটি অনেকটা লটারির মতো। শুক্রবার এমনটাই জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। খেলা দেখতে ইচ্ছুক সমর্থকদের আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র যাদের আবেদন গৃহীত হবে, তারাই পাবেন কাঙ্ক্ষিত টিকিট। তবে ইংল্যান্ডের বাইরে থাকেন এমন সমর্থকরা খেলা দেখতে পারবেন না।
চলতি আইপিএল শেষ হলে ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাবেন কোহলিরা। একই বিমানে তাদের সঙ্গে যাবেন আইপিএলের কিউই খেলোয়াড়রাও।