নিজস্ব প্রতিনিধি – জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে এই শীতের মৌসুমে ভয়াবহ খাদ্য সংকটে পড়তে পারেন আফগানিস্তানের লাখ লাখ মানুষ। ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। ডব্লিউএফপি বলছে, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ ২২ কোটি ৮০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। অপরদিকে পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু ভয়াবহ অপুষ্টির শিকার হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংস্থাটি বলছে, আমরা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছি।

Loading