নিজস্ব প্রতিনিধি  –  কোভিডেই শেষ নয়, ফের আসতে পারে মহামারি। কিন্তু সে ধাক্কা সামলাতে তৈরি নয় বিশ্ব। এমনকি সামান্য ঘাত-প্রতিঘাত সামলাতেও তৈরি নেই বেশির ভাগ দেশ। একটি আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই বিপদবার্তা।

সম্প্রতি ‘গ্লোবাল হেল্‌থ সিকিয়োরিটি ইনডেক্স’ প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় দেখা গিয়েছে, এমন কোনও দেশ নেই, যারা ভাল ফল করেছে। এ ক্ষেত্রে খতিয়ে দেখা হয়েছে, যে কোনও স্বাস্থ্য বিপর্যয় সামলাতে কী প্রস্তুতি নেওয়া উচিত। এবং এ সংক্রান্ত কী কী সমস্যা রয়েছে। কাজ করেছে তিনটি প্রতিষ্ঠান— ‘নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ’, ‘ইকনমিস্ট ইমপ্যাক্ট’ এবং জন্স হপকিন্স সেন্টার ফর হেল্‌থ সিকিয়োরিটি’।

সূচকে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। তারা মোট নম্বর পেয়েছে ১০০তে ৭৫.৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে, অস্ট্রেলিয়া এবং ফিনল্যান্ড। ভারতের স্থান ৬৬-তে।  মোট নম্বর ১০০-তে ৪২.৮।

রিপোর্টে বলা হয়েছে— ‘‘২০২১ সালের গ্লোবাল হেল্‌থ সিকিয়োরিটি ইনডেক্সে দেখা যাচ্ছে, বেশ কিছু গুরুতর পরিকাঠামো কোনও দেশেই নেই। এর জন্যই কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে প্রথমে তাদের বিপাকে পড়তে হয়েছে।

ভবিষ্যতে ফের মহামারি বা অতিমারি দেখা গেলে, তার জন্য কোনও আগাম প্রস্তুতিও নেই।

Loading