নিজস্ব প্রতিনিধি – টিকাকরণে ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভারত। গড়েছে ইতিহাস ও। কিন্তু এই ইতিহাস গড়ার দিন পশ্চিমবঙ্গের রেকর্ড করার দিন। এই দিন নরেন্দ্র মোদির গুজরাটকে টপকে পশ্চিমবঙ্গ চলে গেল তৃতীয় স্থানে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টিকা পেয়েছেন ৬ কোটি ৮২ লক্ষ ৩৪ হাজার ৮২১ জন। এতেই ১০০ কোটি টিকাকরণের তালিকায় তৃতীয় স্থান পেল পশ্চিমবঙ্গ। এরপরেই রয়েছে গুজরাত। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী টিকাকরণে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। টিকা পেয়েছেন ১২ কোটি ৮ লক্ষ ৮৪ হাজার ৩২ জন।

Loading