নিজস্ব প্রতিনিধি – মালদা শিশু মৃত্যু বেড়েই চলেছে। আবার ও এক শিশুর মৃত্যু হল মালদায়। হাসপাতাল সূত্রে জানা  গিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন ছিল ওই শিশু। শনিবার সকালে তার মৃত্যু হয়।  মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এনিয়ে গত চারদিনে জ্বরে আক্রান্ত হয়ে মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এখন হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় দেড় শতাধিক শিশু। ঘটনায় উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে। সেই সঙ্গে, আতঙ্কে ভুগছেন শিশুদের পরিজনেরা।

Loading