নিজস্ব প্রতিনিধি- তিনি জেলে ছিলেন দীর্ঘদিন। জামিন নিয়ে বাইরে এসেছেন। কিন্তু মুক্ত জীবন আর ভালোলাগছে না। তিনি আবার জেলেই ফিরতে চান। কিন্তু কীভাবে? দ্রুত জেলে ফিরতে হলে বড় কোনো অপরাধ করতে হবে। এ কথা ভাবতে ভাবতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিলেন। আর দিল্লি পুলিশও তাকে সঙ্গে সঙ্গেই পাকড়াও করেছে। জানা গেছে, দিল্লির খাজুরি খাস এলাকা থেকে বাইশ বছর বয়সের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তিনি জামিনে ছিলেন। জেলে ফিরতে চেয়েই প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেন। বৃহস্পতিবার রাতে তিনি পুলিশকে ফোন করেন এবং বলেন, ‘আমি মোদীকে খুন করতে চাই। জিজ্ঞাসাবাদের সময়, সালমান জানিয়েছেন, তিনি জেলে ফিরার আশায় এ ধরনের ফোন করেছিলেন। পুলিশ বলছে, সালমানের নামে একাধিক মামলা আছে। তিনি জামিনে ছিলেন। গোয়েন্দারাও সালমানকে জিজ্ঞাসাবাদ করবে।

Loading