নিজস্ব প্রতিনিধি – জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ ইটালি সফরে গেলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে তিনি রোমে পৌঁছেছেন। রোমে রওনা হওয়ার আগে মোদি জানিয়েছেন, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।

ইটালির রাজধানীতে গান্ধিজির মূর্তি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেদেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। তিনদিনের সফরে ভ্যাটিকানেও যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

Loading