শান্তি রায়চৌধুরী: কোভিড এখনো বিদায় নেয়নি। তাসত্ত্বেও পর্যটনের পথে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল সিকিম। দেশীয় পর্যটকদের ক্ষেত্রে তো বটেই, বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও শুক্রবার থেকে আর লাগবে না আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট।

এদিকে জনজীবন স্বাভাবিক করতে ব্যবসা-বাণিজ্য এবং যান চলাচলের ক্ষেত্রেও সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে প্রেম সিং তামাংয়ের প্রশাসন। তবে শারীরিক দূরত্ব, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখার কথা বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব আর তেলাং। সিকিম প্রশাসনের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পর্যটন মহলে।

Loading