নিজস্ব প্রতিনিধি – আবার একটি নতুন ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে নতুন একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, আরেকটি অক্ষরেখা আরব সাগর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত । যার জেরে সপ্তাহের শেষ দিকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  নিম্নচাপের বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে বেড়েছে গরমের দাপট। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তেই ভ্যাপসা গরম বেড়েছে রাজ্যজুড়ে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে।

Loading