আচমকাই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিজয় রূপানি। দল তাঁকে ফেরার নির্দেশ দেওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রূপানি। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি। এদিন রাজ্যপাল আচার্য দেবব্রত’র সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন তিনি। তবে, তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।