নিজস্ব প্রতিনিধি – অধ্যাপকরা সারাজীবনে কতগুলি গবেষণাপত্র প্রকাশ করেছেন এই বিষয়ক একটি আন্তর্জাতিক সমীক্ষা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গবেষক অধ্যাপক এবং বিজ্ঞানীদের গবেষণা পত্র সংখ্যা তার প্রভাব এবং সাইটেশন ভিত্তিক সমীক্ষায় যাদবপুর থেকে ২৯ জন অধ্যাপক স্থান পেলেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার পরিচালিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্র স্টানফর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের এল সি আর প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে এক লক্ষেরও বেশি বিজ্ঞানী গবেষক এবং অধ্যাপকদের মধ্যে এই সমীক্ষা চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য সুরঞ্জন দাস এই খবরে উচ্ছ্বসিত। তিনি অধ্যাপক এবং গবেষক যে সমস্ত কৃতিত্ব দিয়েছেন।
108 total views, 2 views today