নিজস্ব প্রতিনিধি – গতকাল থেকে খুলে গেল বেলুড়মঠ মন্দির। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। তবে, মঠ দর্শন করতে গেলে মানতে হবে কড়া বিধিনিষেধ। আর মঠে আসা ভক্তদের টিকার দুটি ডোজের শংসাপত্র বাধ্যতামূলক। অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হতে হবে। তবেই ভক্তদের মঠে প্রবেশের ছাড়পত্র মিলবে।
106 total views, 2 views today