Zulfikarali, Kolaghat – কোলাঘাট ব্লক গ্রামীণ হাসপাতালে(পাইকপাড়ী বি পি এইচ সি) গত কয়েকদিন ধরে করোণা ভ্যাকসিনের টিকা দেওয়ার নামে অর্থ আদায় সহ ওই হাসপাতালে আরো যে নানা অনিয়মের অভিযোগ উঠেছে,সে বিষয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো প্রতিদিনকার ভ্যাকসিন এর পরিমান ও প্রতিদিন তা জনসাধারণের মধ্যে দেওয়ার সংখ্যা এবং স্টক সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রত্যহ গ্রামীণ হাসপাতাল সংলগ্ন নোটিশ বোর্ডে জনসমক্ষে তুলে ধরার প্রস্তাব দিয়ে আজ কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও কোলাঘাটের বিডিও’র নিকট স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ব্লক স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে যে অভিযোগ উঠেছে,তা মারাত্মক। অবিলম্বে এ বিষয়ে উপযুক্ত প্রশাসনিক তদন্ত করা হোক।

Loading