নিজস্ব প্রতিনিধি – কেরালায় ভারী বৃষ্টির প্রভাবে ২৬ জনের মৃত্যু হয়েছে।এখনো অনেক মানুষ নিখোঁজ। এর ফলে  মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোট্টায়াম জেলা। অনেক বাড়ি বন্যায় ভেসে গেছে। অনেক মানুষ সেখানে আটকে পড়ে আছে। এক ভিডিওতে দেখা গেছে, বন্যার জলে চারিদিকে থই থই করছে। মানুষ অসহায় অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতের সেনাবাহিনী। রাজ্য প্রশাসন সূত্রে বলা হয়েছে,

যেসব এলাকায় ভূমিধসের কারণে মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে সেসব এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে।

Loading