নিজস্ব প্রতিনিধি – দুর্গাপুজোর পর কালীপুজো। এই উৎসবের হাত ধরেই ভারতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।  মঙ্গলবারের তুলনায়  বুধবার ভারতে করোনা সংক্রমণ বেড়েছে ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৯০৩ জনের। পশ্চিমবঙ্গে শনাক্তের সংখ্যা ৮৬২। বিশেষজ্ঞদের মতে, সাবধানতা অবলম্বন না করলে সামনে বিপদ আরও বাড়তে পারে।  উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৮ হাজার ১৪০ জনের। করোনায় মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জন।

Loading