নিজস্ব প্রতিনিধি – তালেবানদের হাতে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল হওয়ার পর পরেই বিদেশি ও অনেক আফগান নাগরিক দেশত্যাগ করছে। দেশটিতে নিরাপত্তাহীনতার কথা বিবেচনায় নিয়ে ২০০ পোষা প্রাণী (কুকুর-বিড়াল) সরিয়ে নিতে ৫ লাখ ডলারে (ভারতীয় মুদ্রায় ৪ কোটি টাকা) বিমান ভাড়া করেন সাবেক ব্রিটিশ নৌ কর্মকর্তা পল পেন ফার্থিং। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণে সব ওলট-পালট হয়ে গেছে। এখন ওই পশুপ্রেমীকে কাবুলেই থাকতে হচ্ছে।

Loading