নিজস্ব প্রতিনিধি – মঙ্গলবার ব্যাংক পরিচালন সমিতির বিশেষ বৈঠক বসেছিল, সেখানেই সংখ্যাগরিষ্ঠ ডিরেক্টরদের মতামতের ভিত্তিতে কাঁথি কোয়াপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারিত করা হয়। এর আগেও শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ওই সমবায় ব্যাংকের ডিরেক্টররা। দীর্ঘদিন চার মাস ঘরেকাঁথি কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন হিন্দি ভাবি। ফলে গ্রাহক পরিষেবা ব্যহত হচ্ছিল। এই পরিস্থিতিতে শুভেন্দুবাবুকে সরাতে বিশেষ বৈঠক করে শুভেন্দু বাবুকে চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়। তাঁর জায়গায় বর্তমানে কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান চিন্তামনি মণ্ডলকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের পক্ষে এক ডিরেক্টর আলেম আলি খান বলেন, “হাইকোর্টে সমবায় মামলায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষেই রায় দিয়েছে আদালত। ব্যাংকের ১৯ জন ডিরেক্টরের মধ্যে মোট ১৫ জনের ভোট দানের অধিকার রয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক ডিরেক্টরের। ফলে এ দিনের বিশেষ বৈঠকে ভোট দেন ১৪ জন। তার মধ্যে ১০ জন ডিরেক্টরই ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণের পক্ষে ভোট দেন। এরপরই সর্ব সম্মতিক্রমে রেজুলেশের ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হয়েছে।”