নিজস্ব প্রতিনিধি – কলকাতার নতুন আতঙ্ক জ্বরহীন ম্যালেরিয়া। ম্যালেরিয়ার যে চেনা উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর, তা আর হচ্ছে না। ফলে রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্সকদের। কলকাতায় গত দু’সপ্তাহে চার শিশু সহ ১০ জন এই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। কোভিড প্রকোপের মধ্যেই এই জ্বরহীন ম্যালেরিয়া উদ্বেগ বাড়িয়েছে চিকিত্সকদের। করোনা ভাইরাস প্রতিনিয়ত চরিত্র বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের। জানা গিয়েছে, সম্প্রতি বেলভিউ হাসপাতাল, ভাগীরথী নেউটিয়া ডায়গোনস্টিক সেন্টারে এই নতুন ধরনের ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ৫ জন ভর্তি রয়েছেন। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূণ গিরি জানিয়েছেন, ম্যালেরিয়ার স্বাভাবিক উপলর্গ হল কাঁপুনি দিয়ে জ্বর আসা। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। তাই রোগ নির্ণয় করতে সমস্যা হচ্ছে। কলকাতায় গত ২ সপ্তাহে ৪ শিশু সহ ১০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এরা প্রত্যেকেই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, বেলভিউতে জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে দিতে হয়েছে। চিকিৎসকদের মতে, যারা এই নতুন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, তাদের কারো জ্বর ছিল না। তারা প্রত্যেকেই ডায়রিয়া, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। সর্দি কাশির ওষুধ দেওয়া সত্বেও সুস্থ না হওয়ায় তাদের কোভিড, ডেঙ্গি ও ম্যালেরিয়া পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাতেই ম্যালেরিয়া রোগ ধরা পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাস যেমন বারে বারে তার চরিত্র বদলাচ্ছে, তেমনি একই রকমভাবে চরিত্র বদলাচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইটও। এখন তাই ম্যালেরিয়ায় আক্রান্তদের পুরনো উপসর্গ ধরা পড়ছে না। রোগ নির্নয়ে দেরি হয়ে যাওয়ায় চিকিৎসা শুরু করতেই দেরি হয়ে যাচ্ছে।