নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ সরকারের জারি করা বিধিনিষেধ মেনে চতুর্থী ও পঞ্চমীর দিনেই কলকাতার পূজা মণ্ডপগুলোয় ভিড় জমাচ্ছে মানুষ। সরাসরি প্রবেশ করতে না পারলেও করোনাবিধি মেনে দূর থেকে প্রতিমা দেখছে তারা। বুর্জ খলিফা, করোনাসহ বিভিন্ন বিষয়কে থিম করে সাজানো হয়েছে এবারের মণ্ডপগুলো। বাগুইহাটির মণ্ডপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপ্রতিমার প্রতীক হিসেবে সাজানো হয়েছে। কুমারটুলির প্রখ্যাত শিল্পী মন্টু পাল এবার মমতাকে দুর্গাপ্রতিমার প্রতীক হিসেবে তৈরি করেছেন। নজরুল পার্ক উদয়ন সমিতি থিম করেছে মুখ্যমন্ত্রী মমতাকে। উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং কলক্লাব এবার মণ্ডপ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফাকে থিম করে। ৮৩০ মিটার সুউচ্চ এই অট্টালিকার আদলে তৈরি মণ্ডপের আলো গোটা এলাকাকে আলোকময় করে তুলেছে।