নিজস্ব প্রতিনিধি – করোনা সংকট শেষ হতে এখনো বহু বাকি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।  পাশাপাশি জাতিসংঘের এই সংস্থাটি করোনার পরবর্তী প্রজন্মের টিকা নিয়ে গবেষণার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে প্রতি তিন মাস পর পর এটি নিয়ে আলোচনায় বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁরা বিভিন্ন পরামর্শও দিয়ে থাকেন। গত শুক্রবার একটি বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং পূর্বাভাস মডেলের বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে মহামারি শেষ হতে এখনো অনেক বাকি।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব, হাতের স্বাস্থ্যবিধি, এবং ঘরের ভেতরে স্থানগুলির বায়ু চলাচল ব্যবস্থা উন্নত করার মতো  পদ্ধতি এখনো করোনার সংক্রমণ থামানোর মূল উপায়।

Loading