নিজস্ব প্রতিনিধি – গতবারের মতো এবারও করোনা অবহের জন্য দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। মঠ প্রতিপক্ষ জানাচ্ছেন, এবার মহালয়ায় তর্পণ করা যাবে না। চতুর্থ থেকে একাদশী পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। ১০ নভেম্বর বেলুড় মঠের ঘাটে ছটপুজোয় স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে। পুজোর কটা দিন মঠে প্রবেশের অনুমতি মিলছে না। তবে এবারও মঠের ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে বেলুড় মঠের দুর্গা পুজো পাঠ। আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। নিচে নির্ঘণ্ট দেওয়া হল।