নিজস্ব প্রতিনিধি – করোনা  আবহের মধ্যেই আবার  পরিবর্তন করা হল বেলুড় মঠ দর্শনের সময়সূচী। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য 18 আগস্ট থেকে মঠের দরজা বন্ধ ছিল। আবার ১ সেপ্টেম্বর থেকে বেলুড় মঠ দর্শনের সময়ও পরিবর্তন করা হয়েছিল। আবার সময়ের  পরিবর্তন করলো বেলুড় মঠ কর্তৃপক্ষ। এবার ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫.১৫ পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। আর পয়লা অক্টোবর থেকে সকাল ৮ টা থেকে ১১টা, বিকেল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। মঠ প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্বঘোষিত কোভিডের বিধি-নিষেধ একই রকম বলবৎ থাকবে, এমনটাই জানাচ্ছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।

Loading