নিজস্ব প্রতিনিধি – রবিবার তৃণমূলে যোগ দিলেন প্রণব মুখোপাধ্যায়ের  শ্যালকের স্ত্রী শুভ্রা ঘোষ।  তাঁর হাতেও এদিন দলীয় পতাকা তুলে দেন মালা রায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে শুভ্রা ঘোষ বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প  মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস করার মতন পরিবেশ নেই। কংগ্রেস দলটা এখন মুর্শিদাবাদ কেন্দ্রিক হয়ে গেছে। তৃণমূলে যোগ দিয়ে অধীর চৌধুরী নাম না করে তিনি যে অধীর চৌধুরী আক্রমণ করলেন তা বলার অপেক্ষা রাখে না। শুভ্রা ঘোষ বলেন, ‘গোটা রাজ্য জুড়ে যেভাবে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে শামিল হওয়ার লক্ষ্যে ই তৃণমূলে এসেছি।”

Loading