নিজস্ব প্রতিনিধি – সম্প্রতি সফলতা দেখাতে কলকাতার একটি ফ্লাইওভারের ছবি ব্যবহারের অভিযোগ ওঠে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের। এবার মোদির সফলতা দেখাতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। টুইটারে আপলোড করা ভিডিওতে মোদি আমলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। ভারতের সমৃদ্ধশালী শহরের ছবিও দেখানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অনেকে তা চিহ্নিতও করেছেন। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাফল্য দেখাতে একটি সংবাদপত্রের পাতা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে যে ফ্লাইওভারের ছবি দেখানো হয়েছিল, তা ছিল কলকাতার ফ্লাইওভারের। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতর উঠেছিল চরমে। সেই ঘটনায় দু:খ প্রকাশ করে বিজ্ঞাপন সংস্থার ওপর দোষ চাপিয়েছিল যোগি সরকার। এবার মোদির নামে একই কাজ করলো বিজেপি।