নিজস্ব প্রতিনিধি – দলত্যাগ বিরোধী আইন নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল বেসুরো বাজতে শুরু করলেন।এদিন সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তিনি। জানিয়েছেন শুভেন্দু অনেক কথা বলেছিল। কিন্তু কিছুই করেনি। পাশাপাশি বিজেপি দলে নতুন যোগদানকারী দের মেনে নিতে পারছেনা বলেও মন্তব্য করেন তিনি। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর সুনীল মণ্ডল ও শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য নতুন করে তৎপর হয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে সুনীল মণ্ডলের বিজেপি বিরোধী বক্তব্যে জল্পনা ছড়িয়েছে। তবে তাঁর দলত্যাগও যে ভুল ছিল ঘুরিয়ে হলেও তা মেনে নিয়েছেন সুনীল জানিয়েছেন, রাজনৈতিক সিদ্ধান্ত অনেকেরই ভুল হতে পারে। সবাই সবরকম হয় না। কিন্তু সকলকে আন্তরিক ভাবে গ্রহণ করা উচিত। বাংলায় গেরুয়া শিবিরের ভরাডুবির জন্য বিজেপি নেতাদেরই দুষেছেন সুনীল মণ্ডল। এমনকি বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগও কার্যত মেনে নিয়েছেন তিনি।

সূত্র : উত্তরবঙ্গ সংবাদ

Loading