নিজস্ব প্রতিনিধি – এবার থেকে মাসে ২ দিন মুখ্যমন্ত্রী এসএসকেএমে এসে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন।  বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়ে  এ কথা জানান। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় আবার আসবেন এসএসকেএমে। মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, টাটা মেডিক্যাল সেন্টার রাজ্যে ক্যানসারের চিকিৎসায় দুটি হাসপাতাল তৈরি করছে। এরমধ্যে একটি কলকাতায়, অন্যটি হবে শিলিগুড়িতে। এসএসকেএম থেকে বেরিয়ে যাওয়ার সময়  মুখ্যমন্ত্রী বলেন,  মাসে দুবার এই হাসপাতালে আসবেন এবং হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করবেন।

Loading