নিজস্ব প্রতিনিধি – অনেক আগেই বিল পাস হয়েছিল। এবার কার্যকর হয়ে গেল দুই সন্তান নীতি। শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, রাজ্যে আংশিকভাবে দুই সন্তান নীতি চালু করছে সরকার। ভবিষ্যতে সব সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রেই দুই সন্তান নীতি মেনে চলতে হবে। এমনকি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সন্তানের সংখ্যাটাকেও মাপকাঠি হিসেবে ধরা হবে বলে জানান তিনি। দেশের প্রথম রাজ্য হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণে এত বড় পদক্ষেপ নিলো আসাম। ২০১৯ সালেই জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাস করায় আসাম। সেখানে বলা হয়, ২০২১ সালের পর যেসব দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাদের সরকারি চাকরি দেয়া হবে না। শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়। এর ব্যতিক্রম হলে তাদেরও চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। ওই সময় আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর পদ পেতেই সেই দুই সন্তান নীতি আরও ব্যাপকভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন হিমন্ত। তিনি বিশেষভাবে কাজ করতে চান অভিবাসী মুসলিমদের নিয়ে। শনিবার হিমন্ত বলেন, ঋণ মাফ করা বা সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা পাওয়া, সব ক্ষেত্রেই জনসংখ্যা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তফসিলি জাতি, উপজাতি হোক বা চা বাগানের কর্মী, সরকারি প্রকল্পের সুবিধা নিতে প্রত্যেককে মানতে হবে দুই সন্তান নীতি।

Loading