নিজস্ব প্রতিনিধি – এখনও পর্যন্ত রাজ্যের মোট ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি দাবি করেছেন, মাত্র ১৮ দিনে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করেছে বাংলা। স্বাস্থ্য অধিকর্তা আরও জানিয়েছেন, শনিবার সন্ধে ৬টা পর্যন্ত একদিনে সাড়ে এগারো লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে একদিনে ২ কোটিরও বেশি ভ্যাকসিন দিল কেন্দ্র। যা নিয়ে বিরোধীদের প্রশ্ন, এতদিন ভ্যাকসিন জমিয়ে রেখে, মোদির জন্মদিনে পাবলিসিটি স্টান্টের কী খুব প্রয়োজন ছিল? বঙ্গ বিজেপি নেতারা পাল্টা আক্রমণ করে বলছে,ভ্যাকসিন নিয়ে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে।