নিজস্ব প্রতিনিধি-**চার কেন্দ্রে উপনির্বাচনের প্রচার শুরু করল  তৃণমূল। ২৩ অক্টোবর প্রচার শুরু অভিষেকের। ২৩ শে খড়দা, গোসাবা, ২৫শে দিনহাটা, ২৬ শে শান্তিপুরে জনসভা অভিষেকের।

**আরজি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দুর্ভোগে রোগীরা। পরিষেবা সচল রাখতে তৎপর

প্রশাসন। স্বাস্থ্য দফতরের স্পষ্ট বার্তা আলোচনার জন্য দরজা খোলা।

**২০২২ সালের সিবিএসই শুরু ২০২১-এ। অফলাইনে সিবিএসই দশম শুরু ৩০ নভেম্বর, দ্বাদশ শুরু ১লা ডিসেম্বর। দ্বিতীয় টার্মের পরীক্ষা মার্চ-এপ্রিলে।

**আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি। গর্ভগৃহ থেকে মূর্তি রাখা হবে বিরাম মঞ্চে। ভক্তদের জন্য খোলা মন্দির।

**নিম্নচাপের ধাক্কায় আবার পটাশপুর এ বাসিন্দাদের দুর্ভোগ শুরু। ফের পটাশপুর এলাকা প্লাবিত ।

কালীপুজোর পর নিকাশি ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন।

**নিম্নচাপের জেরে বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা। রাস্তায় জমেছে হাঁটু সমান জল।

**দুয়ারে রেশন’ প্রকল্পে আপত্তির কথা জানিয়ে  জয়েন্ট ফোরাম অফ রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন খাদ্যমন্ত্রীকে চিঠি দিল। তাদের দাবি, দুয়ারে নয়, চালু করা হোক, ‘দোকানে রেশন’ প্রকল্প।

**দিল্লির পাতিয়ালা হাইকোর্ট কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্র ও লালার অ্যাকাউন্ট্যান্ট নীরজ সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সূত্রের খবর, তাদের আবেদনে সাড়া দিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি পঙ্কজ শর্মা।

**পেট্রোলের লিটার ১০৬ টাকা ছাড়িয়েছে। সেঞ্চুরির পথে ডিজেল। রান্নার গ্যাস হাজার টাকায় প্রায়

পৌঁছে গেছে।

জ্বালানির লাগাতার দামবৃদ্ধিতে চিন্তায় সাধারণ মানুষ। অর্থনীতিবিদেরা জানিয়ে দিয়েছেন,আপাতত পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই।

Loading