নিজস্ব প্রতিনিধি – *করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে এবার ৫টি সেকেন্ডারি হেলথ সেন্টার তৈরি করবে কলকাতা পুরসভা। জানালেন ফিরহাদ হাকিম।

*স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভাঁওতাবাজি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পরিবার ও ক্লাবগুলোকে টাকা দিতেই সব শেষ। বেসরকারি হাসপাতালগুলো টাকা পাচ্ছে না। কোচবিহারের  মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের।

*কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ ছুঁইছুঁই ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে বুধবার কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা।

*করোনা আবহে গতবছরের পর এবারও বাজি ফাটানো ও বাজি পোড়ানো বন্ধের আর্জি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ২৯ অক্টোবর মামলার শুনানি।

* ২৩ দিন পেরিয়ে গেল। অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে হাইকোর্ট। তারপরেও আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনড় আরজিকরের পড়ুয়াদের একাংশ। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন ইন্টার্নরা। এখন পরিষেবা স্বাভাবিক হাসপাতালের।

Loading