নিজস প্রতিনিধি – করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব নাগরিকদের করোনার টিকাকরণ চালু হবে। কিন্তু গোটা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, করোনা ভ্যাকসিনেরও ঘাটতি দেখা দিচ্ছে। যার জেরে ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব নাগরিকদের ভ্যাকসিন দেওয়া অসম্ভব বলে জানিয়েছে একাধিক রাজ্য। মহারাষ্ট্র এবং দিল্লির সরকার জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের ডোজ নেই। ফলে এই মুহূর্তে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। টিকাকরণের নতুন পর্যায়ের জন্য বুধবার থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

শুক্রবার থেকে মুম্বইয়ে ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ না থাকায় ৩ দিনের জন্য টিকাকরণ বন্ধ হয়েছে। বিএমসির তরফে জানানো হয়েছে, ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের জন্য টিকাকরণ জারি থাকবে। পাশাপাশি, সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে টিকারকরণ সেন্টারে অযথা ভিড় না বাড়ানোর জন্য। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী জানান, ভ্যাকসিন নেই। যার জন্য সংস্থার কাছে ভ্যাকসিন সাপ্লাইয়ের আবেদন করা হয়েছে। মধ্যপ্রদেশেও ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, সংস্থার কাছে কোভিশিল্ড ও কো-ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে। তবে ১ মের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে না। ভ্যাকসিন পেলেই টিকাকরণ শুরু হবে। ঝাড়খণ্ডেও একই পরিস্থিতি। সিরাম ও ভারত বায়োটেকের কাছে থেকে ২৫ লক্ষ টাকার ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের অর্ডার দিতেই ১৫-২০ মে পর্যন্ত সময় লাগবে। ফলে ঝাড়খণ্ডে ১ মে ভ্যাকসিন সাপ্লাই দেওয়া সম্ভব নয়। বিহারেও ১ মে থেকে ১৮ থেকে ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের ভ্যাকসিনে দেওয়া সম্ভব নয়। তবে পোর্টালে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন জারি থাকবে।

সূএ:উওরবঙ্গ সংবাদ

Loading