নিজস্ব প্রতিনিধি – নিম্নচাপ আর যাচ্ছে না।বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ আরও গভীর হয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। আর যার ফলে শুক্রবার দিনভর বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।