নিজস্ব প্রতিনিধি – অপরাধের নিরিখে ভারতের ১৯টি মেট্রো শহরের মধ্যে ‘নিরাপদতম’ হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা। ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) প্রণীত রিপোর্টে বলা হয়েছে, অপরাধ-সহ মহিলাদের বিরুদ্ধে নানান অপমানজনক ঘটনায় সবচেয়ে নিরাপদ কলকাতা।

এনসিআরবি গত এক বছরের অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০’ শীর্ষক সেই ভলিউমে দেখা যাচ্ছে, ২০২০ সালে প্রত্যেক লাখ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। যেখানে চেন্নাইয়ে অপরাধের হার সবচেয়ে বেশি ১৯৩৭.১। দিল্লিতে ১৬০৮.৬, আহমেদাবাদে ১৩০০, বেঙ্গালোরে ৪০১.৯ এবং মুম্বইয়ে ৩১৮.৬।

Loading