নিজস্ব প্রতিনিধি – ভারতীয় রেল উৎসবের মরশুমে বাড়ালো ট্রেনের সংখ্যা। উৎসবের মরসুমে যাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামীকাল থেকে ২১ নভেম্বর পর্যন্ত উৎসব স্পেশাল ট্রেন চলবে। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছট পুজো উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রতিবারই উৎসবের মরশুমে ৫ হাজার ট্রেন চালায় ভারতীয় রেল। বর্তমান কোভিড পরিস্থিতিতে ট্রেনের সংখ্যার চাহিদা আরও বেড়েছে। চলতি সপ্তাহে নর্দান রেল জানিয়েছে, উৎসবের মরশুমে ভিড় এড়াতে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রেনের সংখ্যা যে বাড়ছে তা জানিয়েছে, ওয়েস্টার্ন রেল সহ সাউথ সেন্ট্রাল রেল, সাউথ-ইস্টার্ন রেল। রেল জানিয়েছে, প্রতি শনিবার হাওড়া-পুরী স্পেশাল হাওড়া থেকে ছাড়বে রাত ৮টা ৩৫ মিনিটে। হাতিয়া-দুর্গ স্পেশাল ট্রেন হাতিয়া থেকে প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে ছাড়বে।
120 total views, 2 views today