নিজস্ব প্রতিনিধি – মহা ষষ্ঠীর দিন থেকে গড়চুমুকের ডিয়ার পার্ক খুলে দেয়া হল, একই সঙ্গে ডিয়ার পার্ক এর বাংলো গুলির বুকিং নেওয়া শুরু হয়ে যাচ্ছে বলে হাওড়া জেলা পরিষদের সহকারি সহ সভাপতি অজয় ভট্টাচার্য্য জানিয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সময় পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার জন্য খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে ভ্রমণবিলাসীরা।  উল্লেখ্য করোনার জেরে দ্বিতীয় দফায় গড়চুমুক ডিয়ার পার্ক এ বছরের ২২ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়েছিল ।

হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য্য বলেছেন ,পার্কের দৈনিক গড়ে হাজারখানেক লোক বেড়াতে আসতেন। তাছাড়া পার্কের ভেতরে বাংলো রয়েছে । জেলা পরিষদ থেকে বুকিং হয়। বাংলোতেও ভালই ভিড় হতো। এই পার্ক বন্ধ থাকার ফলে হাওড়া জেলা পরিষদের আর্থিক ক্ষতি হচ্ছিল । তাই খোলা হলো। তবে মানুষের স্বাস্থ্যের বিষয়টি আমাদের কাছে অগ্রাধিকার।’

Loading