নিজস্ব প্রতিনিধি -যে কোনও দিন ঘোষণা হতে পারে রাজ্যের উপনির্বাচনের দিন। নির্বাচন কমিশন রাজ্যকে তৈরি থাকতে বলল। অবশ্য পুজোর আগেই বিধানসভা উপনির্বাচন চায় রাজ্য। নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে মুখ্যসচিবের ভার্চুয়াল বৈঠক হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধানসভা উপনির্বাচন করতে প্রস্তুত রাজ্য। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে তথ্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১৭টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন। ‘১০-২৪ অক্টোবর পুজোর ছুটি। সেপ্টেম্বরেই ভোট করতে পারলে ভালো’, জানানো হয়েছে রাজ্যের তরফে।

Loading