ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি)  –  ভারতের রাজনীতি, প্রশাসনের মতোই জনসংখ্যাও বেশি উত্তর ভারতীয় রাজ্যগুলোর গুরুত্ব শহরগুলোতে। মানুষ ভাগ্য ফেরাতে দিল্লি, আগ্রা, লখনৌ, কানপুর, এলাহাবাদ, জয়পুর, গোয়ালিয়র প্রভৃতি শহরে বসবাস করে। উত্তর ভারতের মূলকেন্দ্র এবং ভারতের রাজধানী ও ঐতিহাসিক শহর দিল্লি বহু মানুষের বসবাস ও যান্ত্রিকতার কারণে বিশ্বের অন্যতম শীর্ষ বায়ুদুষণ কবলিত শহরে পরিণত হয়েছে। এবার বিশেষজ্ঞরা বলছেন, পুরো উত্তর ভারতের বিশাল এলাকাই বায়ুদূষণের কারণে প্রকৃতির থাবায় বিপন্ন। সেখানে কমছে মানুষের আয়ু। বাড়ছে নানামুখী বিপদ।

গবেষণার ভিত্তিতে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে উত্তর ভারতের বাসিন্দাদের গড় আয়ু নয় বছর করে কমে যেতে পারে। মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের বাসিন্দারা এখনই গড়ে আড়াই থেকে প্রায় তিন বছর করে আয়ু হারাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রায় যদি বায়ুদূষণ কমিয়ে আনা যেত, গড় ভারতবাসীর আয়ু আরও সাড়ে পাঁচ বছর করে বাড়ত। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-(একিউএলআই) এর রিপোর্ট তেমনই দাবি করছে।

 96 total views,  4 views today