নিজস্ব প্রতিনিধি – একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে রাতের দিকে তাপমাত্রা আরও কমবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামীকাল শহরের আকাশ থাকবে মেঘলা। তবে বৃষ্টির সম্ভাবনা কম। রাতের দিকে তাপমাত্রা কমবে। কলকাতা সহ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে কোনও নিম্নচাপ অক্ষরেখার অবস্থান না থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নামতে পারে তাপমাত্রার পারদ।

Loading