নিজস্ব প্রতিনিধি – রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সুলতানপুরের নাম বদলে এবার রাখা হবে রামের বড় ছেলের নামে ‘কুশভবনপুর’। বর্তমানে এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তা অনুমোদিত হলে উত্তর প্রদেশের তৃতীয় জেলা হিসেবে নাম পরিবর্তন করা হবে সুলতানপুরের। হিন্দুত্ববাদী কিছু কট্টোরপন্থী সংগঠনের দাবি সামনে রেখে এবারে এই অঞ্চলের নাম পরিবর্তনের দিকে এগোচ্ছে যোগী সরকার। সুলতানপুর ছাড়াও এই সংগঠনগুলো মিঞাগঞ্জের বদলে মায়াগঞ্জ এবং মির্জাপুরের বদলে বিন্ধ্যধাম রাখার দাবিও তুলেছে। যদিও দাবি তোলার আগেই যোগী সরকার ফৈজাবাদের নাম বদলে করেছেন অযোধ্যা এবং এলাহবাদের নাম হয়েছে প্রয়াগরাজ।
160 total views, 2 views today