শান্তি রায়চৌধুরী: সৌদি আরবে বিনোদন জগতের ‘সেরা ব্যক্তিত্ব’ সম্মান পেলেন বলিউডের ‘দাবাং’ সলমন খান। সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া বিনোদনমূলক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যক্তিত্বের সম্মান পান সলমন। নিজের ইনস্টাগ্রামে পুরস্কার হাতে ছবি পোস্ট করে আরববাসীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের অভিনেতা জন ট্রাভোল্টাও।

সৌদি আরবের রাজ পরিবারের উপদেষ্টা তুর্কি আলাল শেখ তাঁর হাতে পুরস্কার তুলে দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সলমন লিখেছেন, ‘আমার ভাই বু নাসের, তোমার সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত।

 56 total views,  2 views today