নিজস্ব প্রতিনিধি – হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। গত ২১ জুন নবান্নে সাংবাদিক বৈঠকে সাড়ে ৩১ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগে প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ হবে। আর পুজোর পর নিয়োগ হবে আরও ৭ হাজার। অর্থাৎ রাজ্যে মোট ৩১ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। তারপরই এদিন উচ্চ প্রাথমিকে সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।

সূত্র :উত্তরবঙ্গ সংবাদ

Loading