নিজস্ব প্রতিনিধি – ইলিশ মাছের উপর বৈজ্ঞানিক পরীক্ষা করে বড় সাফল্য পেল সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিস রিসার্চ ইনস্টিটিউট বা সিফ্রি। সম্প্রতি গঙ্গা নদীতে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি করতে কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ প্রোজেক্টের অধীনে নতুন একটি প্রকল্প শুরু করা হয়। এর মাধ্যমে ব্যারাকপুরের সিফ্রি ইলিশ মাছের প্রজনন, বংশবৃদ্ধি, মাছের গতিবিধি এবং নদীর উপরিভাগে উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে। প্রয়াগ রাজ পর্যন্ত এই উদ্যোগ চলছে। এই প্রকল্পের জন্য ফারাক্কাতে ইলিশ রেঞ্চিং স্টেশন তৈরি করে মাছের গতিবিধির উপর লক্ষ্য রাখা হচ্ছেl সেন্ট্রাল ফিসারিজের মৎস্য গবেষক ডঃ একে সাহু জানান, গঙ্গার যে সমস্ত ইলিশ মাছের ওজন ২৫০ গ্রাম তাদের নিয়ে গবেষণায় অভাবনীয় সাফল্য এসেছে।

Loading