নিজস্ব প্রতিনিধি – ইউরোপে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জরুরি পদক্ষেপ না নেওয়া হলে আগামী মার্চের মধ্যে আরও ৫ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক ডা. হ্যানস ক্লুগে।

ডা. ক্লুগে বলেছেন, শীতের মৌসুম, অপর্যাপ্ত টিকাদান এবং অতি-সংক্রামক ডেল্টা ধরনের আঞ্চলিক আধিপত্যের মতো কিছু কারণ করোনাভাইরাসের বিস্তারের পেছনে কাজ করেছে। টিকা নেওয়ার হার বৃদ্ধি, মৌলিক জনস্বাস্থ্য ব্যবস্থার বাস্তবায়ন এবং নতুন চিকিৎসা এই ভাইরাসের উত্থানের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে পারে।

Loading