নিজস্ব প্রতিনিধি – আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, রাজ্যের অভিবাসী মুসলিমদের সঠিকভাবে পরিবার পরিকল্পনা করতে হবে। এ বিষয়ে তার সরকার সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে কাজ করতে চায়। বিজেপির এ মুখ্যমন্ত্রীর এমন সাম্প্রদায়িক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। অনেক রাজনৈতিক দলের নেতাই বলছেন, মুখ্যমন্ত্রী এভাবে কোনো ধর্মকে টার্গেট করে কথা বলতে পারেন না। রাজ্যের রাজধানী গৌহাটিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিশ্বশর্মা ওই মুসলিমবিদ্বেষী মন্তব্য করেন। কথিত অবৈধ জবরদখলের বিরুদ্ধে সরকারি নানা পদক্ষেপের বিষয়ে এ সংবাদ সম্মেলনে কথা বলেন মুখ্যমন্ত্রী। আসামের মধ্য ও দক্ষিণাঞ্চলের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসী মনে করে হিন্দুত্ববাদী দল বিজেপি। সেখানকার কট্টরপন্থিরা মনে করেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক বাসিন্দা আসামে ঢুকে ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবং রাজ্যের জনতাত্ত্বিক চিত্র বদলে দিচ্ছেন। ‘অভিবাসী মুসলিমদের এই আধিপত্য’ থেকে ‘স্থানীয়দের সুরক্ষা’ দিতে দীর্ঘদিন ধরে নানা ধরনের কার্যক্রম চালিয়ে আসছে বিজেপি।

Loading