সার্বভৌমত্ব, অখণ্ডতা ও একতা রক্ষা করে আফগানিস্তানকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল করে তুলতে অঙ্গীকারবদ্ধ হলো যুদ্ধবিধ্বস্ত ওই দেশের সীমান্তবর্তী আট দেশ। ভারতের উদ্যোগকে স্বীকৃতি দিয়ে ওই আট দেশ জানিয়েছে, এই লক্ষ্যে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু সেই দেশের জমি যাতে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় বা প্রশিক্ষণকেন্দ্র না হয়, তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের অর্থ সাহায্য দেওয়াও বন্ধ করতে হবে।

আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনার জন্য ভারতের উদ্যোগে যে বৈঠক ডাকা হয়, বুধবার সেখানে এক ঘোষণাপত্রে আট দেশ এ–সংক্রান্ত নানা বিষয়ে একমত হয়েছে।

ওই বৈঠকে পাকিস্তান যোগ দিতে অস্বীকার করে। চীনও হাজির হয়নি বৈঠকের ‘দিনক্ষণ নিয়ে অসুবিধা’ থাকার কথা জানিয়ে। যোগ দিয়েছিলেন রাশিয়া, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান ও আয়োজক দেশ ভারতের নিরাপত্তাবিষয়ক শীর্ষ কর্তারা। সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

Loading