নিজস্ব প্রতিনিধি – আন্তর্জাতিক বাজারে আজ শনিবার  WTI Crude ক্রুডের দাম ১৩.০৬ শতাংশ কমে হয়েছে ৬৮.১৫ ডলার প্রতি ব্যারেল। ব্রেন্ট ক্রুডের দাম আজ ১১.৫৫ শতাংশ কমেছে।

যদিও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে এর প্রভাব পড়েনি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি এদিনও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। এই নিয়ে দেশে টানা ২৪ দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আজও পেট্রোল ও ডিজেলের দাম একই রয়েছে। আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, শনিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন এই ধরন ব্যাপকভাবে মিউটেট (আচরণ পরিবর্তন) করেছে। এই ধরনের নাম দেওয়া হয়েছে বি.১.১.৫২৯। তবে দ্রুতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটির গ্রিক নাম ঠিক করে দেবে বলে ধারণা করা যাচ্ছে।

Loading