নিজস্ব প্রতিনিধি– টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা- আইসিসি। এতে শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-৩ ব্যবধানে হেরে তিন নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া। এতে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ভারত। এছাড়া তালিকায় উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে যথাক্রমে রয়েছে- পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে।
আইসিসি’র প্রকাশিত টি২০-র ক্রমতালিকায় ব্যাটিং বিভাগে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। কোহলী রয়েছেন ৬ নম্বরে। তার ওপরে চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার দুসেন। বোলিংয়ে প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি।
অলরাউন্ডার বিভাগে প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, দ্বিতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।
তবে বোলিং এবং অলরাউন্ডার বিভাগে প্রথম ১০-এ নেই কোনো পাকিস্তানি ও ভারতীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ২-৩ ব্যবধানে হেরে তিন নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া। এতে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ভারত।
এছাড়া তালিকায় উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে যথাক্রমে রয়েছে- পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে।
আইসিসি’র প্রকাশিত টি২০-র ক্রমতালিকায় ব্যাটিং বিভাগে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। কোহলী রয়েছেন ৬ নম্বরে। তার ওপরে চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার দুসেন। বোলিংয়ে প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি। অলরাউন্ডার বিভাগে প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, দ্বিতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান।
তবে বোলিং এবং অলরাউন্ডার বিভাগে প্রথম ১০-এ নেই কোনো পাকিস্তানি ও ভারতীয়।